নতুন আঙ্গিকে ‘শেষের কবিতা’
নাট্যদল প্রাঙ্গণেমোরের জনপ্রিয় মঞ্চ নাটক ‘শেষের কবিতা’। ফের নাটকটি মঞ্চস্থ হচ্ছে মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে। আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এটি দেখা যাবে। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে এর নাট্যরূপ করেছেন অনন্ত হিরা। নির্দেশনায় আছেন নূনা আফরোজ।
দলটি জানিয়েছে, নাটকটি এবার সম্পূর্ণ নতুন আঙ্গিকে, নতুন ভাবনায় উপস্থাপন করা হবে।
রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস ‘শেষের কবিতা’ থেকে নেওয়া এই নাটকের গল্পে রয়েছে অমিত রায় ও লাবণ্যর আকস্মিক পরিচয়, দূরবর্তী পাহাড়ি শহর শিলংয়ের নিস্তব্ধতায় জন্ম নেওয়া প্রেম, আর সেই প্রেমের দ্বন্দ্ব-দোলাচল।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অনন্ত হিরা, নূনা আফরোজ, ইউসুফ রাসেল, সাহেদ সরদার, গুলশান বহ্নি, নাসরীন মিশু, বাঁধন সরকার, তমা হোসেন, সীমান্ত আমীন, তন্বী ইসলাম মিষ্টি, ফাহিম মুনতাসির, নাঈম হাসান ও ফারজু ফারহান।
নাটকের মঞ্চ পরিকল্পনায় ফয়েজ জহির, আলো তোফিক আজীম রবিন, সংগীত রামিজ রাজু, পোশাক নূনা আফরোজ। কোরিওগ্রাফিতে ইভান শাহরিয়ার সোহাগ এবং রূপসজ্জায় জনি সেন কাজ করেছেন।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
আমাদের সময়/ এসএ