কেরানীগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
ঢাকার কেরানীগঞ্জে ডাকাত সন্দেহে রাজ্জাক (৩৫) নামের এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন হযরতপুর ইউনিয়নের দক্ষিণ ঢালী কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাজ্জাক একই ইউনিয়নের মধুরচর গ্রামের রবিউল ইসলামের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার ভোর সাড়ে চারটার দিকে ডাকাত পড়েছে এমন চিৎকার শুনে এলাকাবাসী রাস্তায় বেরিয়ে সন্দেহজনকভাবে এক যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে সকালে কলাতিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে যুবককে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে জানতে কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিরু মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। তবে বর্তমানে আমি হাজিরার জন্য কোর্টে থাকায় বিস্তারিত তথ্য দিতে পারছি না।’
পরে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলুর মুঠোফোনে একাধিকবার কল দিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি তা রিসিভ করেননি।
আমাদের সময়/আরডি