প্রার্থী পরিবর্তনের দাবিতে আড়াইহাজারে মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর ২০২৫, ১৫:১৩
শেয়ার :
প্রার্থী পরিবর্তনের দাবিতে আড়াইহাজারে মশাল মিছিল

বিএনপি ঘোষিত প্রাথমিক প্রার্থী পরিবর্তনের দাবিতে আড়াইহাজারে মশাল মিছিল করেছে স্থানীয়রা। মঙ্গলবার সন্ধ্যার পর শাহজালালের আড়ৎ এলাকায় এই মশাল মিছিলে বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গ -সহযোগী সংগঠনের নেতাকর্মী, সাধারণ মানুষ অংশ নেন। 

মশাল মিছিলের আয়োজন করে আড়াইহাজার থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ সমর্থকরা।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, স্থানীয়ভাবে বিভিন্ন অনিয়ম ও চাঁদাবাজ এবং সন্ত্রাসীর বিরুদ্ধে বহুদিন ধরেই জনমনে ক্ষোভ জমে আছে। এবং এসব বিষয় বিবেচনায় নিয়ে তারা বিএনপির নমিনেশন পুনর্বিবেচনা ও বাতিলের দাবি জানান।

একইসঙ্গে তৃণমূলের ব্যাপক জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা, পরিচ্ছন্ন সংগ্রামী ও দীর্ঘদিনের সাংগঠনিক ভূমিকার ভিত্তিতে মাহমুদুর রহমান সুমনের নমিনেশনের দাবি জানান নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা। এই বিক্ষোভে নারায়নগঞ্জ - ২ আসনের অপর দুই জন্য প্রার্থী আতাউর রহমান আঙ্গুর ও পারভীন আক্তারও একাত্মতা প্রকাশ করেন।