গাজীপুরে কয়েল কারখানায় আগুন
ছবি: সংগৃহীত
গাজীপুরে একটি কয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া গেছে।
বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় স্ট্যান্ডার্ড ফিনিক্স লিমিটেড নামে একটি কয়েল কারখানা থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
এদিকে অগ্নিকাণ্ডের পর পরই আশেপাশের এলাকসয় আতঙ্ক বিরাজ করছে। মুহূর্তে আগুনের তীব্রতা বাড়তে থাকে। আগুনের কালো ধোঁয়া আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে।
আমাদের সময়/আরআর