ট্রলারসহ ৬ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
মাছ শিকার শেষে ফেরার পথে টেকনাফের একটি ট্রলারসহ ৬ জেলেকে ধরে নিয়ে গেছেন মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের আগে টেকনাফে ফেরার পথে এ ঘটনা ঘটে।
টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাট বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘বঙ্গোপসাগরের মাছ শিকার শেষে ফেরার পথে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের কাছাকাছি থেকে একটি ট্রলারসহ ৬ জন মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এছাড়া আরও কয়েকজন জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পাচ্ছি। তবে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।’
ট্রলার মালিক জাকির হোসেন বলেন, ‘আমার ট্রলার নিয়ে গত শনিবার (১৫ নভেম্বর) আব্দুর করিম মাঝিসহ ৬ জেলে সাগরে মাছ শিকারে যান। মাছ শিকার শেষে মঙ্গলবার টেকনাফে ঘাটে ফেরার পথে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের আগে কাছাকাছি পৌঁছালে ট্রলারটি ধাওয়া করে আরাকান আর্মি। এসময় ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যান তারা।’
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘ট্রলারসহ কিছু জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। এ ব্যাপারে খোঁজ নিচ্ছি।’
বিজিবি সূত্রে জানা যায়, গত ১১ মাসে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নাফ নদসহ সংলগ্ন এলাকা থেকে অন্তত ৩৫০ জেলেকে অপহরণ করে আরাকান আর্মি। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহায়তায় এদের মধ্যে প্রায় ২০০ জনকে কয়েক দফায় ফেরত আনা হয়। এখনো ১৫০ জেলে আরাকান আর্মির হাতে রয়েছে। যার ফলে অনেক জেলে এখন সাগরে মাছ শিকারে যেতে ভয় পাচ্ছেন।
আমাদের সময়/আরআর