খাশোগি হত্যাকাণ্ডে ট্রাম্প /

সৌদি যুবরাজের কোনো দোষ নেই

আন্তর্জাতিক ডেস্ক
১৯ নভেম্বর ২০২৫, ১২:১৪
শেয়ার :
সৌদি যুবরাজের কোনো দোষ নেই

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড সম্পর্কে কিছুই জানতেন না।’

তিনি বলেন, ‘সৌদি স্বাধীন সাংবাদিক খাশোগি চরম বিতর্কিত ব্যক্তি ছিলেন এবং তাঁর সঙ্গে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বৈঠকের সময় এই বিষয়টি কেবল প্রিন্সকে অপমান করার উদ্দেশ্যে উত্থাপিত হয়েছিল।’

বিবিসি ও সিএনএন এর প্রতিবেদন সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

ট্রাম্পের এই মন্তব্য ২০২১ সালের একটি মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে বিরোধপূর্ণ মনে হচ্ছে। সেই প্রতিবেদনে বলা হয়, যুবরাজ ওই অপারেশন অনুমোদন করেছিলেন, যা ২০১৮ সালে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে খাশোগির মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।

ট্রাম্প এমন মন্তব্য করেছেন যখন সৌদি আরবের ক্রাউন প্রিন্স সালমান যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। হোয়াইট হাউস তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউস প্রিন্স মোহাম্মদকে ‘লাল গালিচা’ সংবর্ধনা দেয়।

ওভাল অফিসে ট্রাম্প বলেন, ‘আপনি এমন একজনের কথা বলছেন যিনি চরম বিতর্কিত ছিলেন। অনেকেই ওই ব্যক্তিকে পছন্দ করতেন না। আপনি তাকে পছন্দ করুন বা না করুন, ঘটনা তো ঘটে যায়।’

ট্রাম্প আরও জোর দিয়ে বলেন, ‘প্রিন্স বিন সালমান এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না। তিনি এর বিষয়ে কিছুই জানতেন না, আর আমরা এটুকুই রাখব।’

আমাদের সময়/এআই