সিংড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

সিংড়া (নাটোর) প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৫, ১১:৪৮
শেয়ার :
সিংড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

নিহত সিজান আহমেদ। ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় সিজান আহমেদ (১৭) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় নাটোর-বগুড়া মহাসড়কের নিংগইন-জোড়মল্লিকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত কিশোর সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের ভোকেশনাল শাখার নবম শ্রেণির শিক্ষার্থী ও পৌর শহরের চাঁদপুর মহল্লা সোহেল হোসেনের ছেলে। 

এই ঘটনায় মোটরসাইকেলের পেছনের আরোহী মুশফিক ও কাজী রেজওয়ান সম্রাটকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতরা এই প্রতিষ্ঠানের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, মঙ্গলবার সন্ধ্যায় শিক্ষার্থী সিজানসহ তিনজন একটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। পরে নিংগইন-জোড়মল্লিকা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হওয়ার খবর পেয়েছি। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে একজনকে ডাক্তার মৃত ঘোষণা করেন। আর এই দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছে। তাদেরকে রামেক হাসপাতালে পাঠিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। 

সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম কিবরিয়া বলেন, ‘আহত তিনজনের মধ্যে সিজান নামের একজনকে ইসিজি করার পর মৃত ঘোষণা করা হয়েছে। অন্যদের চিকিৎসা চলছে।’

আমাদের সময়/আরআর