লাকসামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৫, ১১:২৯
শেয়ার :
লাকসামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

কুমিল্লার লাকসামে সড়ক দুর্ঘটনায় শাহাদাত হোসেন স্বাধীন (২৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু সজিব। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে পৌরশহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন লাকসাম-নোয়াখালী রোডে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত স্বাধীন লাকসাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গাজিমুড়া গ্রামের বাসিন্দা ও পৌরশহরের দৌলতগঞ্জ বাজারের চাল ও কাঁচামাল ব্যবসায়ী মো. কামাল হোসেনের ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে একটি মোটরসাইকেলযোগে দুই বন্ধু দৌলতগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এসময় ব্যাটারিচালিত একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু ছিটকে সড়কের ওপর পড়ে যান। এতে একটি সারবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাহাদাত হোসেন স্বাধীন মারা যান।

এদিকে দুর্ঘটনায় আহত সজিবের দেহ থেকে একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানা গেছে। তিনি বর্তমানে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে লাকসাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় । সেখান থেকে সারবোঝাই ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।’

আমাদের সময়/আরআর