মধ্যরাতে শ্রীপুরে ঝুটের গুদামে আগুন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৫, ১১:০৪
শেয়ার :
মধ্যরাতে শ্রীপুরে ঝুটের গুদামে আগুন

গাজীপুরের শ্রীপুরে ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামে থাকা প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়কের বকুলতলা এলাকায় সারোয়ার হোসেনের ঝুট গুদামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নেভানো সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে ওই গুদামে আগুন লাগে। স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। কিন্তু আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার সার্ভিসসহ ছয়টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। 

তারা জানান, আগুনে গুদামে থাকা সব ঝুট মালামাল পুড়ে গেছে। এ সময় তিনটি গরু দগ্ধ হয়ে মারা গেছে।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. নূরুল করিম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিন্তু আগুনের ভয়াবহতা বেড়ে গেলে আরও ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। এখনো আগুন নেভানোর কাজ চলছে। 

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরুপণ করা সম্ভব হয়নি। এ বিষয়ে পরবর্তীতে জানা যাবে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। 

আমাদের সময়/এএস