লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত ১৩
দক্ষিণ লেবাননের একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন।
লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এ খবর জানিয়েছে আল জাজিরা।
রাষ্ট্রীয় লেবানন নিউজ এজেন্সি জানিয়েছে, মঙ্গলবার শরণার্থী শিবিরের এক মসজিদের পার্কিংয়ে ড্রোন হামলা চালানো হয়।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় কমপক্ষে চারজন আহত হয়েছেন।
ইসরায়েল জানিয়েছে, তারা হামাসের সশস্ত্র সদস্যদের লক্ষ্য করে আঘাত করেছে, যারা শরণার্থী শিবিরের একটি প্রশিক্ষণ কেন্দ্রে কার্যক্রম চালাচ্ছিল।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
ইসরায়েলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র অ্যাভিচে আদ্রাঈ একটি বিবৃতিতে বলেন, ‘আমরা উত্তর সীমান্তে কোনো ধরনের হুমকি মেনে নেব না। যে কোনো সশস্ত্র গোষ্ঠী সেখানে সক্রিয় থাকলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। লেবাননে হামাসের ঘাঁটি গড়ে ওঠা ঠেকাতে এবং যারা আমাদের নিরাপত্তাকে হুমকি দেয় তাদের বিরুদ্ধে আমরা কঠোরভাবে অভিযান চালিয়ে যাব।’
হামাস এই দাবিকে অস্বীকার করে এটিকে “মনগড়া” বলে উল্লেখ করেছে এবং বলেছে, তাদের লেবাননের শরণার্থী শিবিরে কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
আমাদের সময়/এআই