প্রার্থী পরিবর্তনের দাবি মনোনয়ন বঞ্চিত কৃষকদল নেতার

ফুলপুর প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৫, ০৯:৩২
শেয়ার :
প্রার্থী পরিবর্তনের দাবি মনোনয়ন বঞ্চিত কৃষকদল নেতার

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের প্রার্থী পরিবর্তনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে সুবিবেচনার দাবি জানিয়েছেন মনোনয়ন বঞ্চিত কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল বাসার আকন্দ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় স্থানীয় ঘাসফড়িং রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ দাবি জানান তিনি। 

তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে বিএনপি প্রাথমিক নমিনেশন ঘোষণা করেছে। ময়মনসিংহ-২ আসনে যে প্রার্থী (ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক তারাকান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার) দেওয়া হয়েছে, তা পরিবর্তন করার ব্যাপারে আমরা আপিল করেছি।’

এদিন মতবিনিময় সভায় সাংবাদিকদের উদ্দেশে তিনি রাজনৈতিক জীবনের দীর্ঘ পথচলায় দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করে বিভিন্ন অবদানের কথা উল্লেখ করেন। নির্বাচনী এলাকায় তার যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে বলেও তিনি দাবি করেন। 

দলের শীর্ষ নেতারা এসব বিবেচনা করে আসন্ন নির্বাচনে ফুলপুর-তারাকান্দা আসনে চূড়ান্তভাবে তাকে প্রার্থী হিসেবে মনোনীত করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

প্রার্থী পরিবর্তনের ব্যাপারে কি কি যুক্তি আছে, জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘কি কি যুক্তি আছে, সে ব্যাপারে আমি কোনো দীর্ঘ বক্তৃতা দেব না, বরং আপনারা এ ব্যাপারে সাধারণ মানুষের সঙ্গে আলোচনা করে বিষয়টি পত্রিকায় প্রকাশ করুন। এটাই আমার বক্তব্য। আর কিছু না।’

এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সামাদ আকন্দ, সোয়েবুর রহমান, দেলোয়ার হোসেন, পৌর কৃষকদলের সদস্য সচিব আবুল হাসান মানিকসহ উপজেলা ও পৌর কৃষক দলের বেশ কয়েকজন নেতা।

এছাড়া ফুলপুরে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। ৩ নভেম্বর এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার ঘোষিত ফলাফলে ১৪৬, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মোতাহার হোসেন তালুকদার।

আমাদের সময়/আরআর