অন্তরালে থেকেও ভেনেজুয়েলার বিরোধী নেতার স্বাধীনতা ঘোষণা
ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো “স্বাধীনতার ঘোষণাপত্র” প্রকাশ করেছেন, যাতে তিনি দেশটির শক্তিশালী নেতা নিকোলাস মাদুরোর অবর্তমানে একটি নতুন যুগের রূপরেখা তুলে ধরেছেন।
সিএনএন সূত্রে জানা গেছে, চার পৃষ্ঠার এই নথি মঙ্গলবার জনসাধারণের জন্য প্রকাশ করা হয়। এতে তিনি যে গণতান্ত্রিক মূলনীতি সকল ভেনেজুয়েলার অধিকার বলে মনে করেন, তা তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছে- ভোট দেওয়ার অধিকার, সমবেত হওয়ার অধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা।
এছাড়াও নথিতে অন্যান্য গণতান্ত্রিক কাঠামোর ভাষা ব্যবহার করা হয়েছে। যেখানে সরকারের ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে জনগণের কাছে ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়েছে। নথির একটি অংশে বলা হয়েছে, ‘প্রত্যেক ভেনেজুয়েলার জন্মের সঙ্গে সঙ্গে অপরিবর্তনীয় অধিকার রয়েছে, যা আমাদের স্রষ্টা দিয়েছেন, মানুষ নয়।’
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
অজ্ঞাত স্থানে থেকে মাচাদো ১৫ মিনিটের একটি ভিডিওতে পুরো ঘোষণাপত্রটি পাঠ করেন। ঘোষণা করেন যে মাদুরোর কঠোর ক্ষমতার আঁচড় ধীরে ধীরে শেষ হচ্ছে। গত বছর বিতর্কিত নির্বাচনের পর মাচাদোকে লুকাতে বাধ্য করা হয়েছিল, যেখানে সরকার নিয়ন্ত্রিত নির্বাচন কর্তৃপক্ষ মাদুরোকেই বিজয়ী ঘোষণা করেছিল।
তিনি বলেন, ‘ছাই থেকে উঠে আসছে এক নতুন ভেনেজুয়েলা। যার মনোবল নতুন, উদ্দেশ্যে একতাবদ্ধ, ফিনিক্সের মতো শক্তিশালী, উজ্জ্বল ও অপ্রতিরোধ্য।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
এদিকে মাদুরো ইঙ্গিত দেন যে তিনি তার আমেরিকান প্রতিপক্ষের সঙ্গে সংলাপের জন্য উন্মুক্ত থাকবেন। ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে রাষ্ট্রীয় টিভিতে তিনি বলেন, ‘যারা ভেনেজুয়েলার সঙ্গে কথা বলতে চান তারা মুখোমুখি কথা বলবেন।’
আমাদের সময়/এআই
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস