‘লাল গালিচা’ সংবর্ধনা /

প্রিন্স সালমানকে স্বাগত জানালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৯ নভেম্বর ২০২৫, ০৮:৩৫
শেয়ার :
প্রিন্স সালমানকে স্বাগত জানালেন ট্রাম্প

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউস প্রিন্স মোহাম্মদকে ‘লাল গালিচা’ সংবর্ধনা দেয়। 

ট্রাম্প তাকে স্বাগত জানান এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে, যেখানে ছিল মার্চিং ব্যান্ড, পতাকা বহনকারী অশ্বারোহী বাহিনী এবং সামরিক উড়োজাহাজের প্রদর্শনী ফ্লাইওভার।

বিলাসবহুল এই আতিথেয়তা ইঙ্গিত দেয় যে ট্রাম্প মধ্যপ্রাচ্যে এক নতুন যুগকে স্বাগত জানাচ্ছেন-যা গড়ে উঠছে আর্থিক বিনিয়োগ এবং অঞ্চলের মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারিত্বকে কেন্দ্র করে, যার প্রধান নেতৃত্বে রয়েছে সৌদি আরব।

সাউথ পোর্টিকো দিয়ে প্রিন্স মোহাম্মদের প্রবেশের পর তিনি ও ট্রাম্প ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্ন নেন। দুই নেতা কথা বলেন ব্যবসার সম্ভাবনা, শান্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তি খাত নিয়ে।

আমাদের সময়/এআই