ভেড়ামারায় নৌকাডুবিতে ২ কৃষকের মৃত্যু
কুষ্টিয়ার ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়নের ইসলামপুরে পদ্মা নদীতে নৌকাডুবিতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় নৌকাডুবির ঘটনা ঘটে।
মারা যাওয়া দুজন হলেন আব্দুর রশিদ (৫৮) ও মামুন হোসেন (২৭)। তারা আখক্ষেতে কাজ করার জন্য নৌকাতে করে পদ্মা নদীর শাখা অংশ পার হচ্ছিলেন। দুজন ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ইসলামপুরের বাসিন্দা ছিলেন।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের ন্যায় রশিদ, মামুন, শরিফুল ও ইউসুফ পদ্মা নদীতে জেগে ওঠা ইসলামপুর চরের আখক্ষেতে কাজ করতে বের হন। তারা চারজন মামুনের ছোট ডিঙি নৌকাতে করে পদ্মা নদীর শাখা অংশ পার হচ্ছিলেন। মাঝপথে এসে হঠাৎ নৌকাটি ডুবে যায়। এ সময় শরিফুল ইসলাম ও ইউসুফ আলী সাঁতার কেটে নদী পার হন। তবে বাকি দুজন নদীতে ডুবে গেলে সেখানেই তাদের মৃত্যু হয়। পরবর্তীতে স্থানীয়রা এসে তাদের মরদেহ উদ্ধার করে।
লক্ষীকুন্ড্রা নৌ-ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম বলেন, ডিঙ্গি নৌকা পারাপারের সময় দুজন কৃষকের মৃত্যু হয়েছে। পরবর্তীতে স্থানীয়রা দুজনের মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের দাফনের ব্যবস্থা করা হবে।
আমাদের সময়/জেআই