নায়িকাকে জড়িয়ে ধরায় ভক্তের কারাদণ্ড
প্রিয় তারকাকে সামনে পেয়ে ভক্তদের উচ্ছ্বসিত হওয়ার ঘটনা নতুন না। তবে কখনও তা মাত্রা ছাড়ায়। ঘটে অপ্রত্যাশিত ঘটনা। এই যেমন মার্কিন গায়িকা ও অভিনেত্রী আরিয়ানা গ্র্যান্ডকে জড়িয়ে ধরায় কারাদণ্ড ভোগ করতে হচ্ছে ভক্তকে।
ঘটনাটি ঘটেছে আরিয়ানার নতুন ছবির প্রিমিয়ারে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সিঙ্গাপুরে তার ‘উইকড: ফর গুড’ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সেখানেই নিরাপত্তারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে কাণ্ডটি ঘটান অস্ট্রেলিয়ার নাগরিক ২৬ বছর বয়সী জনসন ওয়েন।
সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে অভিনেত্রীকে জড়িয়ে ধরার দৃশ্য। সেখানে দেখা গেছে গায়িকা যখন লালগালিচায় সহশিল্পীদের সঙ্গে হেঁটে যাচ্ছেন, তখন দৌড়ে এসে জড়িয়ে ধরছেন জনসন ওয়েন।
তবে সুবিধা করতে পারেননি জনসন। কেননা তিনি আরিয়ানার গলায় হাত রাখতেই তার ওপর ঝাঁপিয়ে পড়েন সিন্থিয়া এরিভো। সঙ্গে ঢাল হয়ে দাঁড়ান নিরপত্তারক্ষীরা।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সিঙ্গাপুরের একটি আদালত সেই ব্যক্তিকে ৯ দিনের কারাদণ্ড দিয়েছে। আদালতের ভাষ্য, তিনি প্রিমিয়ারে দুই বার অনুপ্রবেশের চেষ্টা করেছেন। এরপর নিরাপত্তারক্ষীরা তাকে আটকে দেয়।
পরেরদিন তাকে গ্রেপ্তার করা হয় এবং জনসাধারণকে উপদ্রবের অভিযোগে মামলা করা হয়। পরে দোষও স্বীকার করেন ওই ব্যক্তি। আদালতে এক বিচারককে জনসন ওয়েন জানান যে তিনি ‘আর কখনও এমনটা করবেন না’। তবে এ নিয়ে কোনো মন্তব্য করেননি আরিয়ানা।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
আমাদের সময়/কেইউ