৩৫ বছরেই থেমে গেল গায়কের জীবন
ভারতের ওড়িশার জনপ্রিয় কণ্ঠশিল্পী হুমানে সাগর মারা গেছেন। গতকাল সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ৯টার দিকে ওড়িশার ভুবনেশ্বর এইমস হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাত্র ৩৫ বছরেই তার জীবনপ্রদীপ নিভে গেল।
নিউমোনিয়া, লিভার সমস্যাসহ একাধিক জটিলতা নিয়ে তিনদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন গায়ক। তার মৃত্যুর খবর নিশ্চিত করে চিকিৎসকরা জানান, লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে। কিন্তু সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে পৃথিবী ছেড়ে চলে গেছেন হুমানে সাগর। তার মৃত্যুতে শোকপ্রকাশ করেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি।
সামাজিকমাধ্যম এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘জনপ্রিয় প্লেব্যাক গায়ক হুমানে সাগরের মৃত্যুর খবরে আমি মর্মাহত। তার অকালমৃত্যু আমাদের সংগীত ও সিনেমা জগতের অপূরণীয় ক্ষতি। আমি তার পরিবারকে আন্তরিকভাবে সমবেদনা জানাচ্ছি, পাশে আছি।’
আরও পড়ুন:
স্ত্রীর কবরের পাশে পরীর নানা সমাহিত
একাধিক ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, গত ১৪ নভেম্বর প্রচণ্ড অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন হুমানে সাগর। বাইল্যাটারাল নিউমোনিয়া, অ্যাকিউট ক্রনিক লিভার ফেলিওর, মাল্টি অর্গান ডিসফাংশন সিনড্রোম- একাধিক অসুখে আক্রান্ত ছিলেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, প্রতিটি রোগই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। তাই বিভিন্ন ওষুধেও কাজ হয়নি।
ওড়িশার তিতিলাগড়ের এক সংগীত পরিবারে জন্ম হুমানে সাগরের। তাই ছোটবেলা থেকেই সংগীতের প্রতি টান তার। ওড়িশার জনপ্রিয় ট্যালেন্ট হান্ট টিভি শো থেকে সংগীত দুনিয়ায় আত্মপ্রকাশ তার। ২০১৫ সালে প্রথমবার প্লেব্যাকের সুযোগ পেয়েছিলেন। শুরু হয়েছিল সংগীত পথের যাত্রা। কিন্তু কে জানত ক্ষণজন্মা হয়েই থাকবেন তিনি!
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
আমাদের সময়/ এসএ