ভারতে ফেরার পথে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
সাতক্ষীরায় ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আজ শনিবার সকালে সাতক্ষীরায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হেডকোয়াটার্সের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অসিম কুমার বিশ্বাস ও ছবি রানী বিশ্বাস। তারা ভারতের পশ্চিমবঙ্গের সিলিগুড়ি জেলার বাসিন্দা বলে জানা গেছে। এছাড়া তাদের বহনকারী প্রাইভেটকারের চালক শফিকুল ইসলাম সজীব (৩৫) মারাত্মক আহত হয়েছেন। তার বাড়ি খুলনা জেলার দিঘলিয়া উপজেলায়। তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকালে খুলনা থেকে প্রাইভেটকারযোগে সাতক্ষীরায় আসছিল ভারতীয় ওই দম্পতি। তাদের বহনকারী প্রাইভেটকারটি সাতক্ষীরা বিজিবি হেডকোয়ার্টারের সামনে পৌঁছালে খুলনাগামী একটি তেলবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তারা।
সাতক্ষীরা কাটিয়া ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর উজ্জ্বল মৈত্র জানান, অসীম কুমার বিশ্বাস খুলনা-মোংলা নির্মাণাধীন রেলওয়ের একজন প্রকৌশলী। কাজের সূত্রে তিনি স্ত্রীসহ বেশ কয়েক মাস খুলনায় অবস্থান করছিলেন। শনিবার তিনি ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে ফেরার জন্য সাতক্ষীরার উদ্দেশে আসছিলেন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।