নির্মাতা হলেন গায়ক
নতুন রূপে হাজির হচ্ছেন জনপ্রিয় পরিচালক, প্রযোজক ও থিয়েটার কর্মী তুহিন কবির। তাকে এবার পাওয়া যাবে গায়ক হিসেবে। এর আগে তিনি নাটক ও সিনেমা, এমনকি হুমায়ূন আহমেদের একাধিক সিনেমাতেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। বর্তমানে তার নির্মিত সিনেমা ‘বিলডাকিনী’ রয়েছে মুক্তির অপেক্ষায়।
সম্প্রতি স্টুডিও সুরুং ব্যানারে তুহিন কবির গেয়েছেন নতুন গান ‘তুমি চোর’। সংগীত পরিচালনা করেছেন সিকদার বাসুদেব ও রুদ্র। এতে কণ্ঠশিল্পী হিসেবে আরও রয়েছেন শারমিন খান, প্রতিভা, জাইম, প্রিয়তাসহ আরও অনেকে।
গানটি সম্পর্কে তুহিন কবির বলেন, ‘এই গান ভালোবাসা, হারানো অনুভূতি ও আত্মমুখী যাত্রার গল্প- নব্বইয়ের দশকে চারুকলায় প্রায়ই আড্ডা দিতে যেতাম। তখন স্বপন মাহমুদ, মিঠুসহ আরও কিছু তরুণ শিল্পীরা “মন্দিরা” নামে একটা গানের দল করেছিল। ওরা গাইতো এই গানটা। কথা সম্ভবত স্বপন মাহমুদ আর মিঠু মিলেই লিখেছিল। শেষ অন্তরাটা আমি যোগ করেছি।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
সিকদার বাসুদেব বলেন, ‘আমরা এমন গান তৈরি করতে চাই যা শুধু শোনার নয়, অনুভব করার মতো হয়। “তুমি চোর” সেই ধারারই একটি সৃষ্টিশীল প্রচেষ্টা। এ যাত্রায় তুহিন কবিরের মতো গুণী মানুষকে পাশে পাওয়া আনন্দের।’
শারমিন খান বলেন, ‘গানটির কথার বাস্তবতা এবং বর্তমান সময়ের প্রেক্ষাপটের সঙ্গে গভীর সংযোগ রয়েছে। শ্রোতারা গানের মধ্যে নিজেদের অনুভব করতে পারবেন।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
জানা গেছে, ‘তুমি চোর’ গানটি স্টুডিও সুরুংয়ের ইউটিউব চ্যানেলে খুব শিগগিরই উন্মুক্ত হবে।
আমাদের সময়/ এসএ
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’