আশুলিয়ায় পিকআপ ভ্যানে আগুন, সড়কের বিভিন্ন পয়েন্টে তল্লাশি
সাভারে আশুলিয়ার বগাবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় একটি কাঁচামাল ভর্তি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ইপিজেড ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নির্বাপন করে।
মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।
এসময় কিছু মালামালসহ গাড়ীটির কেবিনের ভিতরের অংশ আংশিক পুড়ে যায়। তবে, আগুনে কেউ হতাহত হয়নি।
আগুনে ক্ষতিগ্রস্ত কাঁচামাল। ছবি: সংগৃহীত
ভুক্তভোগী ব্যবসায়ী জানান, রাতে পণ্যভর্তি পিকআপ ভ্যানটি আনলোড করার জন্য বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের পাশে রাখা ছিল। ভোর সাড়ে ৪টার দিকে কয়েকজন দুর্বৃত্ত এসে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এসময় বাজারের নিরাপত্তাকর্মীরা মিলে আগুন নিয়ন্ত্রনে আনে।
এদিকে দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে সব ধরনের প্রস্তুতি প্রসঙ্গে ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের শাটডাউন ঘিরে সড়কে যান চলাচল কিছুটা কম থাকলেও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তল্লাশি চৌকিসহ রয়েছে পুলিশের বাড়তি তৎপরতা।
আমাদের সময়/আরআর