সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের ভাই শামীম গ্রেপ্তার

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২৫, ১১:৪৯
শেয়ার :
সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের ভাই শামীম গ্রেপ্তার

সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের ছোট ভাই ও শাহজালাল ইসলামী ব্যাংকের গুলশান-১ শাখার কর্মকর্তা শামীম শেখকে গ্রেপ্তার করেছে পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল গুলশানের একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

ডিবি পুলিশের একটি সূত্র জানায়, পিরোজপুর সদর ও নাজিরপুর থানায় দায়ের হওয়া দুটি মামলার অভিযুক্ত ছিলেন শামীম শেখ। গ্রেপ্তারের পর শামীমকে রাতেই ঢাকা থেকে পিরোজপুরে নেওয়া হয়েছে। 

আমাদের সময়/এএস