গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ১৮ নেতা-নেত্রীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

টঙ্গী প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২৫, ১০:৫৯
শেয়ার :
গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ১৮ নেতা-নেত্রীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বহিষ্কৃত গাজীপুর মহানগর বিএনপি ও স্বেচ্ছাসেবক দল নেতাসহ ১৮ নেতা-নেত্রীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে সাধারণ সদস্য পদ ফিরিয়ে দিল বিএনপি।

গতকাল সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গজীপুরের ১৭ নেতা-নেত্রীর বহিষ্কারাদেশে প্রত্যাহারের বিষয় জানানো হয়েছে।

বহিষ্কারাদেশ প্রত্যাহার করা গাজীপুরের নেতা-নেত্রীরা হলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক গাজীপুর সিটি কর্পোরেশনের ৪২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান উদ্দিন আহমেদ, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. তানভীর আহম্মেদ, মহানগর বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মো. ছবদের হাসান, মহানগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক মাহবুবুর রশিদ খান শিপু, সাবেক সদস্য মো. আবুল হাশেম, খায়রুল আলম,পূবাইল থানা বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট নজরুল ইসলাম খান বিকি, মহানগর বিএনপির সদস্য মো. মনির হোসেন (মাটি মুনির), গাজীপুর মহানগরের বাসন মেট্রো থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মনির হোসেন মনির, বাসন থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন চৌধুরী মুসা, বাসন থানার অন্তর্গত ১৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম রাতা, গাজীপুর মেট্রো থানা বিএনপির সাবেক সদস্য আনোয়ার সরকার, ১১, ১২, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর ফিরোজা আক্তার এবং ২৮, ২৯ ও ৩০নং ওয়ার্ড কাউন্সিলর হাসিনা আক্তার বীথি, ৩৪নং ওয়ার্ড বিএনপি নেতা মো. মাহাফুজুর রহমান, ১৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহীন আলম, ১১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আলম।

বহিষ্কারাদেশ প্রত্যাহারে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পূবাইল থানা বিএনপির সাবেক সদস্য সচিব ও গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট নজরুল ইসলাম খান বিকি আমাদের সময়কে জানান, মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেবের প্রতি কৃতজ্ঞতা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি তার শ্রদ্ধা।

তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করে বিজয় নিশ্চিতে অবদান রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। 

একই দিন রাতে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) কাজী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত গণমাধ্যমকে দেওয়া একপ্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতোপূর্বে দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী কার্যকলাপের জন্য জাতীয়তাবাদী সেবক দল গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানা শাখার সদস্য সচিব সিরজুল ইসলাম সাথিকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে সপদে বহাল করা হলো। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজীব আহসান এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

আমাদের সময়/আরআর