টঙ্গীতে ৬ বস্তার গুদাম আগুনে পুড়ে ছাই
গাজীপুরের টঙ্গীর বউ বাজার এলকায় আগুন লেগে ৬টি পাটের বস্তা ও প্লাস্টিকের বস্তার গুদাম পুড়ে গেছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর ৫টা ৪৫ মিনিটে টঙ্গী পূর্ব থানাধীন ৫৭ নং ওয়ার্ডের বউ বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদস্যদের ৩৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
টঙ্গী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শাহিন আলম আমাদের সময়কে জানান, মঙ্গলবার ভোর ৫টা ৪৫ মিনিটে টঙ্গীর বউবাজার গরুর হাট এলাকায় পাটের ও প্লাস্টিকের বস্তার গুদামে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সকাল ৬টা ৩০ মিনিটের দিকে আগুন প্রাথমিক নিয়ন্ত্রণে আনা হয়। এরপর সকাল ৮টা ৪০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে।
তিনি জানান, তাৎক্ষণিক আগুনের সূত্রপাত জানা যায়নি। এ অগ্নিকাণ্ডে ৬টি গুদাম পুড়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
আমাদের সময়/আরআর