দোহারে কুপিয়ে যুবককে হত্যা
দোহার থানা। ছবি: সংগৃহীত
ঢাকার দোহার উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাত (২৫) যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে ।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নিকড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী অটো মিস্ত্রী সোহাগ বলেন, ‘আমি ডায়ারকুম থেকে খারাকান্দা আসছিলাম। পথিমধ্যে রশিদ বেপারীর ব্রিজের কাছে আসলে নিহত এই যুবক আমাকে হাতের ইশারা দিয়ে ডাকেন। আমি তার কাছে এসে দেখি তার পুরো শরীর রক্তাক্ত। আমি তাকে উদ্ধার করার চেষ্টা করি। কিন্তু আমি একা পারছিলাম না। পরে বানাঘাটা থেকে কিছু লোককে ডেকে নিয়ে আসি এবং তাদের সহায়তায় এই যুবককে হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন দোহার থানা পুলিশ। পরে প্রাথমিক সুরতহাল শেষে অজ্ঞাত যুবকের মরদেহটি দোহার থানায় নিয়ে আসা হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তরত চিকিৎসক ডা. শহিদ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তবে, তার গলাসহ বিভিন্ন স্থানে ছুরি দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত নুরুন্নবী বলেন, ‘আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
আমাদের সময়/আরআর