বিএনপির ইলেন ভুট্টোর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল
ছবি: সংগৃহীত
ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর-নলছিটি) আসনে বিএনপির মনোনয়ন পাওয়া ইশরাত সুলতানা ইলেন ভুট্টোর মনোনয়ন বাতিলের দাবিতে জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. শাহাদাত হোসেন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু ও কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি জেবা আমিনা আল গাজির পক্ষে বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন তৃনমূল নেতাকর্মীরা।
সোমবার (১৭ নভেম্বর) রাতে শহরের প্রবেশদ্বার পেট্রোল পাম্প মোড় থেকে মশাল মিছিলটি শুরু করে সিভিল সার্জন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে শহরের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এসময় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে তারা মনোনয়ন পুনর্বিবেচনার দাবিও জানান।
মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির প্রচার সম্পাদক নয়ন মুন্সি, বিএনপি কর্মী মজিবর রহমান এবং ফারুক সরদার।
বক্তারা বলেন, ‘ত্যাগী ও মাঠের নেতাকর্মীদের বাদ দিয়ে অপরিচিত ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে, যা নেতাকর্মীদের মনে ক্ষোভ তৈরি করেছে।’ বক্তারা কেন্দ্রীয় বিএনপির প্রতি মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান।
আমাদের সময়/আরআর