সৌদির কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৮ নভেম্বর ২০২৫, ০৯:০৪
শেয়ার :
সৌদির কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, তিনি সৌদি আরবের কাছে উন্নত এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দেবেন। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এই ঘোষণা দেন।

আরব দেশগুলোর প্রতি ওয়াশিংটনের আধুনিক অস্ত্র সরবরাহ নীতিতে এটি একটি বড় পরিবর্তনের ইঙ্গিত।

এর আগের দিন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্র সফরে আসেন। প্রেসিডেন্ট বলেন, ‘আমরা এফ-৩৫ বিক্রি করব।’ এ সময় ওয়াশিংটন ও রিয়াদের উন্নত সম্পর্কের প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প আরও বলেন, ‘হ্যাঁ, আমি এটি করতে যাচ্ছি। তারা কিনতে চায়। তারা চমৎকার মিত্র।’

ট্রাম্পের এই সিদ্ধান্ত রিয়াদের জন্য বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে-বিশেষ করে যখন তিনি সৌদি আরবকে আব্রাহাম চুক্তির আওতায় ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনে রাজি করানোর চেষ্টা করছেন।

তবে সৌদি কর্মকর্তারা বহুবার পুনর্ব্যক্ত করেছেন যে- তারা আরব শান্তি পরিকল্পনার প্রতি অটল, যেখানে কার্যকর একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তিতেই ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে।

ওয়াশিংটন ও রিয়াদের মধ্যকার সম্ভাব্য এই অস্ত্রচুক্তি ইসরায়েলের ‘গুণগত সামরিক প্রাধান্য’ বজায় রাখার বিষয়ে প্রশ্ন তুলেছে-যা মার্কিন আইনে সুরক্ষিত। ইতোমধ্যে কিছু ইসরায়েলি কর্মকর্তা এফ-৩৫ সৌদি আরবে বিক্রির বিরোধিতা প্রকাশ করেছেন।

সম্ভাব্য আঞ্চলিক প্রতিপক্ষের তুলনায় ইসরায়েলের উচ্চতর সামরিক সক্ষমতা বজায় রাখার বিষয়টি নিশ্চিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েক দশকের পুরনো প্রতিশ্রুতি রয়েছে।

আমাদের সময়/এআই