আজ কোথায় কী আয়োজন

অনলাইন ডেস্ক
১৮ নভেম্বর ২০২৫, ০৮:৫৩
শেয়ার :
আজ কোথায় কী আয়োজন

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।

আজ মঙ্গলবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেয়া যাক;

অর্থ উপদেষ্টার কর্মসূচি

বেলা ১১টায় সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় অংশ নেবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এ ছাড়া বেলা সোয়া ১১টায় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় অংশ নেবেন তিনি।

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টার কর্মসূচি

বেলা ১১টায় বিজয়নগরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ভূমির হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। এ ছাড়া বিকেল ৩টায় বাংলাদেশ শিশু একাডেমিতে আন্তঃকলেজ বিতর্ক উৎসব-এর ফাইনাল পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

জামায়াতের কর্মসূচি

সন্ধ্যা সাড়ে ৭টায় মিরপুর-১৪ জামেউল উলুম মাদ্রাসা মাঠে কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

ছাত্রশিবির

দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার জকসু নির্বাচনের প্যানেল ঘোষণা।

আমাদের সময়/ টিটিএ