বিক্ষিপ্ত সহিংসতা-নাশকতা

নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর ২০২৫, ০৮:৪৫
শেয়ার :
বিক্ষিপ্ত সহিংসতা-নাশকতা

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘিরে সারা দেশেই নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রায়-পরবর্তী যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে। তবে এরই মধ্যে দেশের কয়েকটি স্থানে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ঝটিকা মিছিল, ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে ভাঙচুর করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনী ছত্রভঙ্গ করে দেয়।

আমাদের সময়ের প্রতিনিধিরা জানিয়েছেন, মানিকগঞ্জে বাসে অগ্নিসংযোগে দগ্ধ চালক পারভেজ খানের মৃত্যু হয়েছে। পটুয়াখালী গ্রামীণ ব্যাংকের ডিবুয়াপুর শাখা এবং কিশোরগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। গোপালগঞ্জে শাটডাউন কর্মসূচি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে গভীর রাতে নাশকতার চেষ্টা, সাভার-ধামরাইয়ে দুই বাসে আগুন, কালকিনিতে মহাসড়কে গাছ কেটে অবরোধে আওয়ামী লীগের ৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা এবং যশোরে রাস্তায় গাছ ফেলে সড়ক অবরোধের চেষ্টা করা হয়েছে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘিরে সারা দেশেই নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আইজিপি বলেন, তেমন কোনো নিরাপত্তাঝুঁকি নেই। রাজধানীসহ সারা দেশের নিরাপত্তায় পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। দুষ্কৃতিকারীদের ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে।

ঢাকা ঘুরে দেখা গেছে, রায় ঘিরে যে কোনো ধরনের সহিংসতা ও নাশকতা প্রতিরোধে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিশেষ করে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ঘিরে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়। রাজধানীতে সব ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে সন্দেহভাজনদের কড়া তল্লাশি চালানো হয়। ধানমন্ডির ৩২ নম্বর, গুলিস্তানের আওয়ামী লীগ কার্যালয়সহ গুরুত্বপূর্ণ এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা নেওয়া হয়। ধানমন্ডি ৩২ নম্বরের ভাঙার জন্য বুলডোজার নিয়ে গেলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এসএন নজরুল ইসলাম বলেন, পুরো রাজধানীর নিরাপত্তায় পুলিশের ১৫ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, কোনো ধরনের নিরাপত্তাঝুঁকি নেই। নগরবাসী নির্ভয়ে চলাচল করতে পারবেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায় ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় সব বাহিনী একযোগে কাজ করছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক। পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে বলে তিনি দাবি করেন।

রাজধানীর উত্তরায় ঢাকা-১৮ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) হাবিব হাসানের ভাইয়ের বাড়িতে হামলা চালিয়ে একটি গাড়িতে আগুন দিয়েছে একদল বিক্ষোভকারী। গতকাল সোমবার বিকালে উত্তরা সেক্টর ১৪-তে এ ঘটনা ঘটে। তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে ১০০-১৫০ জন বিক্ষোভকারী জড়ো হয়ে হাবিব হাসানকে ‘ফ্যাসিস্ট’ বলে সেøাগান দিতে দিতে বাড়ির ভেতরে প্রবেশ করেন। তাঁরা বাড়ির বিভিন্ন অংশ ভাঙচুর করার পর একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন।

মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণ ও দগ্ধ একজনের মৃত্যু : মানিকগঞ্জে এক ঘণ্টার ব্যবধানে চার দফা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় দুজন আহত হন। পুরো শহরজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এদিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় স্কুলবাসে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ চালক পারভেজ খান (৪৫) মারা গেছেন। সোমবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

কিশোরগঞ্জ ও পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংকে আগুন : গত রবিবার দিবাগত রাতে কিশোরগঞ্জের স্টেশন রোডের নিউটাউনের গ্রামীণ ব্যাংকের যশোদল শাখায় পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী জানান, এতে ব্যাংকের অবকাঠামোর বা অভ্যন্তরীণ কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ছাড়া পটুয়াখালী পৌরশহর সংলগ্ন কালিকাপুর ইউনিয়নের গ্রামীণ ব্যাংকের ডিবুয়াপুর শাখায় রবিবার দিবাগত রাতে আগুন দেয় দুর্বৃত্তরা।

গোপালগঞ্জে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ : সোমবার সকাল থেকে গোপালগঞ্জে সড়কে যানবাহন কম ছিল। গোপালগঞ্জ থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যেতে দেখা যায়নি। গতকাল বিকালে রায় ঘোষণার পর গোপালগঞ্জে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তবে জেলা পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশসহ যৌথ বাহিনীর টহল ও নিরাপত্তাব্যবস্থা ছিল চোখে পড়ার মতো।

চট্টগ্রামে বাসে আগুন : চট্টগ্রামের বিভিন্ন স্থানে গভীর রাতে বাসে আগুন, সড়ক ও রেললাইনে টায়ার জ্বালিয়ে অবরোধ এবং ভূমি কার্যালয়ের সাইনবোর্ডে অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতার ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, রবিবার রাত আনুমানিক ২টার দিকে নগরীর পতেঙ্গা থানার জিএম প্ল্যান্টের দ্বিতীয় গেটের সামনে রাস্তার ওপর রাখা একটি বাসে আগুন দেওয়া হয়। এ ছাড়া নগরীর কোতোয়ালি থানার চট্টেশ্বরী রোডে জেলা প্রশাসনের সদর সার্কেল ভূমি অফিসের সাইনবোর্ডে এক যুবকের আগুন লাগানোর একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এদিকে হাটহাজারী উপজেলার কাটিরহাট এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে এবং চট্টগ্রাম-নাজিরহাট রুটে রেললাইনে আগুন ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করা হয়।

সাভার-ধামরাইয়ে দুই বাসে আগুন : সাভার ও ধামরাইয়ে গত রবিবার রাতে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘণ্টাখানেকের ব্যবধানে সাভারের বিরুলিয়া বেড়িবাঁধসংলগ্ন বটতলা এলাকায় ও ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ডের কাছে পার্ক করে রাখা বাস দুটিতে আগুন দেওয়া হয়। তবে এসব ঘটনায় কেউ হতাহত হননি। পুলিশ বলছে, রবিবার রাত পৌনে ১১টার দিকে সাভারের বিরুলিয়া বেড়িবাঁধসংলগ্ন বটতলা এলাকায় পার্ক করে রাখা আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

বাসের মালিক এবং চালক আমজাদ হোসেন জানান, ঋণ করে বাসটি কিনেছিলাম। বাড়িতে খাবার খেতে গিয়ে শুনি আগুন লাগানোর খবর। দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করি। ততক্ষণে অবশ্য পুরো বাসটাই পুড়ে যায়।

কালকিনিতে মহাসড়ক অবরোধের মামলার আসামি ৫০ : মাদারীপুরের কালকিনিতে ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ কেটে সড়ক অবরোধ সৃষ্টি করার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় কালকিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মহিউদ্দিন হাওলাদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

যশোরে রাস্তায় গাছ ফেলে অবরোধ : যশোর সদর উপজেলার মালঞ্চিতে রাস্তায় গাছ ফেলে সড়ক অবরোধের চেষ্টা করে দুর্বৃত্তরা। রবিবার রাত ১২টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কে এ ঘটনা ঘটে। তবে দ্রুত গাছ সরিয়ে চলাচল স্বাভাবিক করেন হাইওয়ে পুলিশ ও চাঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা। বিষয়টি নিশ্চিত করে নাভারণ হাইওয়ে পুলিশের ওসি মহাসিন হোসেন বলেন, তাঁদের টহল জোরদার করা হয়েছে।

ময়মনসিংহে পেট্রল বোমা উদ্ধার : ময়মনসিংহের ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ ভবনের পেছন থেকে রবিবার গভীর রাতে পাঁচটি ককটেল ও দুটি পেট্রল বোমা উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলটি সাবেক এমপি আব্দুল মালেক সরকারের বাড়ি-সংলগ্ন এলাকা হওয়ায় বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ। তবে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।

মঠবাড়িয়ায় মধ্যরাতে ছাত্রলীগের মিছিল : পিরোজপুরের মঠবাড়িয়ায় মধ্যরাতে পুলিশের সতর্ক অবস্থানেও ঝটিকা মশাল মিছিল করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। সাবেক উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুর রহমানের ব্যানারে রবিবার দিনগত মধ্যরাতে আমড়াগাছিয়া ইউনিয়নের সড়কে এ মিছিলটি বের হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের মুখে মাস্ক পরা ছিল।