৯ শতাধিক ফিলিস্তিনির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১৮ নভেম্বর ২০২৫, ১০:০২
শেয়ার :
৯ শতাধিক ফিলিস্তিনির মৃত্যু

অবরুদ্ধ গাজার হাজারো বাসিন্দার উন্নত চিকিৎসার জন্য গাজার বাইরে নেওয়া প্রয়োজন। অথচ ইসরায়েলি কর্তৃপক্ষের বাধার কারণে তারা বাইরে যেতে পারছে না। প্রয়োজনীয় উন্নত চিকিৎসা না পাওয়ায় ৯ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ তথ্য জানিয়েছে।

লেবানিজ সংবাদমাধ্যম আল-মায়েদিন জানিয়েছে, গাজার মারাত্মক আহত অথবা জটিল রোগে ভুগছেন এমন রোগীদের বাইরে নেওয়া প্রয়োজন; কিন্তু গাজার বাইরে যাওয়ার জন্য ইসরায়েলের অনুমতি পাওয়ার দীর্ঘ সূত্রতা এবং ভ্রমণে কঠোর বিধিনিষেধ রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ইতোমধ্যে ৯ শতাধিক ফিলিস্তিনি মারা গেছেন। এ পরিস্থিতি চলতে থাকলে আরও কয়েক হাজার মানুষের মৃত্যু হবে। কেননা তারাও জরুরি চিকিৎসার জন্য গাজা ছাড়ার অনুমতির অপেক্ষায় রয়েছে।

ডব্লিউএইচও জানিয়েছে, এখনও প্রায় সাড়ে ১৬ হাজার রোগী চিকিৎসার জন্য গাজা ত্যাগের ছাড়পত্রের অপেক্ষায় আছেন। তাঁদের মধ্যে প্রায় ৪ হাজারই শিশু। যাদের জীবন রক্ষার জন্য দ্রুত বাইরে নিয়ে যাওয়া প্রয়োজন। ডব্লিউএইচও সতর্ক করে বলেছে, ইসরায়েলি কর্তৃপক্ষের বিলম্ব কার্যত এসব রোগীর জন্য মৃত্যুদণ্ড।

ইসরায়েলি হেফাজতে ৯৮ ফিলিস্তিনির মৃত্যু

ইসরায়েলের একটি মানবাধিকার গোষ্ঠী জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের কারাগারে ৯৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে ধারণা করা হচ্ছেÑ ইসরায়েলি হেফাজতে নিহত ফিলিস্তিনির প্রকৃত সংখ্যা এর চেয়েও অনেক বেশি হবে। কেননা গাজায় শত শত মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। ‘ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস-ইসরায়েল’ জানিয়েছে তারা ফরেনসিক রিপোর্ট এবং আইনজীবী, অধিকার কর্মী, আত্মীয়স্বজন এবং সাক্ষীদের সাক্ষাৎকার ব্যবহার করে একটি প্রতিবেদন তৈরি করেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ যুদ্ধের প্রথম আট মাসের জন্য কেবল বিস্তৃত তথ্য সরবরাহ করেছে। সব কিছুর পরও প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি।