‘বারানসী’তে প্রিয়াংকার সম্মানী ৩০ কোটি!
বিখ্যাত পরিচালক এসএস রাজামৌলি তার নতুন সিনেমার নাম ঘোষণা করেছেন। ছবির নাম ‘বারানসী’। শনিবার হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে রাজকীয়ভাবে ছবির টিজার ও নাম ঘোষণা হয়েছে। দীর্ঘ বিরতির পর প্রিয়াংকা ফিরছেন ভারতীয় সিনেমায়, আর তা নিয়েই এখন চলছে বেশ আলোচনা। এসএস রাজামৌলির সিনেমায় অভিনেত্রী ফিরলেন মন্দাকিনী হিসেবে। বারানসীর পোস্টারে দেখা গিয়েছিল, অভিনেত্রীর পরনে হলুদ রঙের শাড়ি, বন্দুক তাক করে আছেন। আর এবার ইভেন্টে একদম রাজকীয় সাজে ধরা দিলেন তিনি।
প্রিয়াংকা বলেন, রাজামৌলী আপনার ভিশন ভারতীয় সিনেমাকে এক অনন্য দুনিয়ায় নিয়ে গেছে। এতে কোনো সন্দেহ নেই যে, আপনি কেন কিংবদন্তি। আপনার দূরদর্শিতা অনেক কিছু দিয়েছে ভারতীয় সিনেমাকে। ধন্যবাদ আমাকে মন্দাকিনী হিসেবে দেখার জন্য। অভিনেত্রী মহেশ বাবুর উদ্দেশে বলেন, আপনারা ওকে অনেক নামেই ডাকতে পারেন, আমার কাছে মহেশ অসাধারণ একজন মানুষ।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এই ছবির জন্য প্রায় ৩০ কোটি টাকা চেয়েছেন প্রিয়াংকা যা রাজামৌলির যে কোনো নায়িকার মধ্যে এখনও পর্যন্ত সর্বোচ্চ। এর ফলে তিনি রাজামৌলির ছবিতে কাজ করা অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া নায়িকা হতে চলেছেন। রাজামৌলির বারানসীতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মহেশ বাবু, প্রিয়াংকা চোপড়া ও দক্ষিণী তারকা পৃথ্বীরাজ সুকুমারন।
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল
আরও পড়ুন:
মারা গেলেন পরীমনির নানা