আসামির পক্ষে দাঁড়াবেন না কোনো আইনজীবী
রাজশাহী নগরীর ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার পরিবারের ওপর নৃশংস হামলা ও তার ছেলে তাওশিফ রহমান সুমনকে (১৮) ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন। মানববন্ধন থেকে ঘোষণা দেওয়া হয়েছে—এই মামলার একমাত্র আসামি লিমন মিয়ার (৩৫) পক্ষে রাজশাহীর আইনজীবীরা আইনি সহায়তা দেবেন না।
সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজশাহী বার ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে এ ঘোষণা দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘বিচার বিভাগের সদস্যদের পরিবার যদি নিরাপত্তাহীনতার মধ্যে থাকে, তাহলে সাধারণ মানুষ ন্যায়বিচার পাবে কীভাবে? তাই অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’
পুলিশ হেফাজতে থাকা প্রধান অভিযুক্তের বক্তব্য গণমাধ্যমে প্রচার হওয়া অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় জানিয়ে তারা বলেন, ‘এতে তদন্তের স্বচ্ছতা ও বিচারপ্রক্রিয়া নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে।’
মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামশেদ আলী, দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি মুন্সি আবুল কালাম আজাদ, মহানগর দায়রা জজ আদালতের পিপি আলী আশরাফ মাসুম, সাবেক সাধারণ সম্পাদক পারভেজ তৌহিদ জাহিদী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পিপি অ্যাডভোকেট শামসাদ বেগম মিতালি প্রমুখ।
আমাদের সময়/আরডি