অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত সরকার
মানবতাবিরোধী মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তী সরকার প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সোমবার (১৭ নভেম্বর) ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে ‘দ্য সোল অব জুট’ নামে এক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। উপদেষ্টা রিজওয়ানা জানান, বাসার সামনে ককটেল বিস্ফোরণে আতঙ্কিত নন তবে যাত্রীবাহী বাসে আগুনে প্রাণহানীতে চিন্তিত তিনি।
উপদেষ্টা আরও জানান, শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের রায় ও নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা হচ্ছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
রিজওয়ানা হাসান বলেন, ‘বিদেশ থেকে কারা ইনফ্লুয়েন্স করেছে, দেশ থেকে কারা ওই বাসটাকে আগুন দেওয়ার জন্য ইনফ্লুয়েন্স করেছে, নামগুলো আপনারা জানেন। তদন্ত করে সরকার যে নামগুলো পাচ্ছে, সে নামগুলোই দিচ্ছে বলে আমার বিশ্বাস। এরপর কারও যদি মনে হয় তার কাছে আরও তথ্য আছে, তাহলে সরকারকে জানান।’
উপদেষ্টা আরও বলেন, ‘সহিংসতা, ককটেল মারা এসব ক্ষেত্রে গণমাধ্যমেরও আরও একটু দায়িত্বশীল হওয়ার সুযোগ আছে। গণমাধ্যম চাইলে আতঙ্কটা ছড়াতে পারে; আবার যারা এই সহিংসতার সঙ্গে জড়িত, তাদের নিন্দা করে সহিংসতার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে পারে।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
নাশকতাকারীদের পরিকল্পনা ঠেকাতে সরকার প্রস্তুত রয়েছে বলেও জানান রিজওয়ানা হাসান।
আমাদের সময়/এআই