কোনো রকম নাশকতা বরদাস্ত করা হবে না: ডিআইজি রেজাউল করিম মল্লিক

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৫, ১২:২৬
শেয়ার :
কোনো রকম নাশকতা বরদাস্ত করা হবে না: ডিআইজি রেজাউল করিম মল্লিক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত (১৭ নভেম্বর) শাটডাউন কর্মসূচিকে ঘিরে নাশকতা এড়াতে জনগণের জানমালের নিরাপত্তা রক্ষার্থে সব রকমের প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম মল্লিক। 

তিনি বলেছেন, ‘নিরাপত্তা রক্ষায় দেশের সব রকমের বাহিনী মাঠে রয়েছে। চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ অসংখ্য র‍্যাব, পুলিশ, বিজিবি, আনসার, ডিবির পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষার্থে মোতায়েন করা হয়েছে। কোনো রকম নাশকতা বরদাস্ত করা হবে না।’ 

সোমবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দক্ষিণপাড় এক্সপ্রেসওয়েতে আইনশৃঙ্খলা রক্ষাকাজ পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা জানান। 

ঢাকা রেঞ্জের ডিআইজি বলেন, ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়ক ও ফরিদপুর-বরিশাল মহাসড়কে নাশকতা এড়াতে সব রকমের প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। 

তিনি বলেন, ‘যেসব ঝুঁকিপূর্ণ স্থানে নাশকতার আশঙ্কা রয়েছে, সেখানে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়ন রয়েছে। আমরা শতভাগ নিরাপত্তা নিশ্চয়তা গ্রহণ করেছি।’

এদিকে সরেজমিনে দেখা গেছে, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে অন্যান্য দিনের তুলনায় পরিবহন কিছুটা কম চলতে দেখা গেছে। রাস্তায় জনগণের চলাচল স্বাভাবিক। 

দুপুর ১২ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভাঙ্গা উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভাঙ্গা থেকে পদ্মা সেতু পর্যন্ত ও ফরিদপুর থেকে চুমুরদী পর্যন্ত টহলরত অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগে গত ১৩ নভেম্বর ভাঙ্গায় নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে মহাসড়কগুলো প্রায় ছয় ঘণ্টা অবরোধ করে রাখেন আওয়ামী লীগের নেতাকর্মী ও সাবেক এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরীর সমর্থকরা। এতে সারাদেশে সমালোচনার ঝড় ওঠে। 

পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণার তারিখ রয়েছে আজ ১৭ নভেম্বর। সেই রায় ঘোষণাকে কেন্দ্র করে তারা আবারও অনলাইনে শাটডাউন কর্মসূচি দেয়। এমন পরিস্থিতিতে ভাঙ্গায় যেন নাশকতা ঘটাতে না পারে সেই লক্ষ্যেই আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। 

আমাদের সময়/এএস