টঙ্গীতে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ
গাজীপুরের টঙ্গীতে বিকট শব্দে সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণে ঘটিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) রাতে টঙ্গী স্টেশন রোড ট্রাফিক বক্সের পাশেই এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রোববার রাত সাড়ে নয়টার দিকে টঙ্গী স্টেশন রোড টঙ্গী কালীগঞ্জ আঞ্চলিক সড়কের ওপর সাউন্ড গ্রেনেড সাদৃশ্য বস্তু নিক্ষেপ করে দুর্বৃত্তরা।পরে তা বিস্ফোরণের শব্দে পথচারীরা আতঙ্কিত হয়ে দিগ্বিদিক ছোটাছুটি করেন।এ সময় পাশেই চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে বিস্ফোরিত বস্তুর আলামত সংগ্রহ করে নিয়ে যায়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২৪ সালের ৫ আগস্ট থানা থেকে লুণ্ঠিত সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।এ বিষয়ে তদন্ত চলছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
আমাদের সময়/এএস