দূষণের শীর্ষে দিল্লির বাতাস, ঢাকার অবস্থান কত?
বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় ১৩তম স্থানে উঠে এসেছে ঢাকা। ১৫৫ এয়ার কোয়ালিটি ইনডেস্ক (একিউআই) স্কোর নিয়ে শহরের বায়ুমান ‘মাঝারি’ হিসেবে চিহ্নিত হয়েছে। এই তালিকায় শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি।
সোমবার (১৭ নভেম্বর) সকাল ৯টা ২২ মিনিটে একিউআইর তথ্যানুযায়ী, ১৯৬ একিউআই স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর শহর দ্বিতীয় স্থান দখল করেছে। এছাড়া ভারতের কলকাতা, উজবেকিস্তানের রাজধানী তাশখন্দ, পাকিস্তানের করাচি শহর যথাক্রমে ১৯৩, ১৮২, ১৮১, একিউআই স্কোর নিয়ে দ্বিতীয়,তৃতীয় ও চর্তুথ স্থানে রয়েছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। আর ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’বলে মনে করা হয়। ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
আমাদের সময়/ টিটিএ