ইসরায়েলি আক্রমণ ও ভারি বর্ষণ /
দ্বৈত আঘাতে কাঁপছে গাজা
ইসরায়েলি সামরিক বাহিনীর সাম্প্রতিক হামলায় গাজায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সঙ্গে ভারি বৃষ্টির কারণে অস্থায়ী ও নড়বড়ে তাঁবুগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় আশ্রয়হীন হয়ে চরম দুর্দশায় পড়েছেন কয়েক হাজার মানুষ।
রোববার আল জাজিরাকে নাসের মেডিকেল কমপ্লেক্সের এক সূত্র জানিয়েছে, দক্ষিণ গাজার খানইউনিসের পূর্ব দিকে ইসরায়েলি বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন। একই দিনে গাজা সিটির জেতাউন এলাকা এবং রাফাহর নিকটবর্তী অঞ্চলেও ইসরায়েল হামলা চালিয়েছে।
গাজা সিটি থেকে আল জাজিরার প্রতিবেদক ইব্রাহিম আল-খলিলি জানান, ইসরায়েলি বাহিনী এখনো ‘ইয়েলো লাইন’-এর ভেতরের এলাকাগুলোতে লক্ষ্যবস্তুতে হামলা করছে-যে সীমারেখা যুদ্ধবিরতির অংশ হিসেবে সেনা প্রত্যাহারের অঞ্চলকে নির্দেশ করে।
আল-খলিলির ভাষায়, ইয়েলো লাইনের কাছাকাছি বসবাসকারী পরিবারগুলোর জন্য পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনী বসতবাড়ি ধ্বংস করছে এবং আতঙ্ক ছড়াচ্ছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
এদিকে ভারি বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে অস্থায়ী আশ্রয়স্থলগুলো।
ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা (ইউএনআরডাবলিউএ) জানিয়েছে, গত দুই বছরের নির্বিচার ইসরায়েলি বোমাবর্ষণে যাদের ঘরবাড়ি ধ্বংস হয়েছে-এমন প্রায় ১৩ হাজার পরিবার এখন অপ্রতুল ও অস্থায়ী আশ্রয়ে ঠাণ্ডা এবং বন্যার ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
জাতিসংঘের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে গাজার ৮০ শতাংশের বেশি ভবন ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। তবুও ইসরায়েল যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও এলাকায় প্রয়োজনীয় আশ্রয় সামগ্রী প্রবেশে বাধা দিয়ে আসছে।
আমাদের সময়/এআই