এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

অনলাইন ডেস্ক
১৬ নভেম্বর ২০২৫, ২২:৪৩
শেয়ার :
এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে রায় ঘোষণার আগের রাতে রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল হামলা হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) রাতে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে বাংলামোটর এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটে। পরে পথচারী এবং বিভিন্ন পরিবহনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

এরআগে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার মোড়ে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে।

অপরদিকে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার রাত ৯টার দিকে রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কারও হতাহতের খবর পাওয়া যায়নি।

আমাদের সময়/এআই