নায়িকাদের অনুসারী বেশি, সম্মানী কম

বিনোদন সময় প্রতিবেদক
১৭ নভেম্বর ২০২৫, ০৯:২০
শেয়ার :
নায়িকাদের অনুসারী বেশি, সম্মানী কম

নায়কদের তুলনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নায়িকারা বেশি সরব থাকেন। আবার বেশির ভাগ নায়কের তুলনায় নায়িকাদের অনুসারী বেশি। কিন্তু সম্মানীর দিক থেকে নায়িকারা পিছিয়ে। আমাদের আজকের আয়োজন জনপ্রিয় নায়িকাদের সম্মানী ও অনুসারী নিয়ে। লিখেছেন- ফয়সাল আহমেদ

পরীমণি

প্রথম চলচ্চিত্র শাহ আলম মণ্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’। প্রথম চলচ্চিত্র মুক্তির আগেই ৩০টি নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন পরীমণি, এটি তাকে সবচেয়ে বেশি আলোচনায় আনে। তবে ১০ বছরের অভিনয়জীবনে এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা ৩০টি ছাড়ায়নি। যে কয়টি ছবি মুক্তি পেয়েছে তার মধ্যে গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ছাড়া কোনোটি তাকে আলোচনায় আনতে পারেনি। তিনি সর্বোচ্চ ২২ লাখ টাকা সম্মানী নিয়েছিলেন অ্যাডভেঞ্চার সুন্দরবন-এ। এর বাইরে আরও কয়েকটি ছবিতেও তিনি ২২ লাখ টাকা সম্মানী নিয়েছিলেন বলে জানিয়েছেন পরীমণি নিজেই। তবে ক্ষেত্রবিশেষে এর কমেও অনেক প্রযোজক-পরিচালকের ছবিতে কাজ করে দিয়েছেন। দেশে ২২ লাখ টাকা সম্মানী নিলেও দেশের বাইরে থেকে তার চেয়েও বেশি সম্মানী নিয়েছেন। ফেলুবক্সী ছবিতে পরীমণির সম্মানী ছিল ২৮ লাখ। পারিশ্রমিকের মতো নায়িকা পরীমণি ফেসবুক অনুসারীতেও ঢালিউডের সবাইকে পেছনে ফেলেছেন। এ নায়িকার ফেসবুক অনুসারী ১ কোটি ৬০ লাখের বেশি।

অপু বিশ্বাস

আমজাদ হোসেনের ‘কাল সকালে’ ছবি দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু হয় অপু বিশ্বাসের। ক্যারিয়ারের শুরুতে শাকিব খানের সঙ্গে প্রথম হিট ছবির দেখা পান তিনি। ‘কোটি টাকার কাবিন’ মুক্তির পর অপুকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। ১৯ বছরের অভিনয়জীবনে প্রায় শখানেক চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। এর মধ্যে ৮০টির মতো ছবিতে তার নায়ক শাকিব খান। ঢালিউডে শাবনূর, মৌসুমী, পপি, পূর্ণিমা-পরবর্তী সময়ে সবচেয়ে জনপ্রিয় নায়িকাদের একজন অপু বিশ্বাস। তিনি ফেসবুকে বেশ সরব। ব্যক্তিজীবনের পাশাপাশি পেশাগতজীবনের নানান তথ্য তিনি ফেসবুকের মাধ্যমে ভক্ত-শুভাকাক্সক্ষীদের জানান। চিত্রনায়িকা অপু বিশ্বাসের ফেসবুক অনুসারী ৯৩ লাখ ছাড়িয়েছে। অপু বিশ্বাস একটা সময় ১৫ থেকে ২০ লাখের ঘরে সম্মানী হাঁকিয়েছেন। এখন তার নায়িকা ক্যারিয়ারে ভাটা পড়েছে। তবে তিনি বিভিন্ন পণ্যপ্রতিষ্ঠানের প্রচারণায় তুমুল ব্যস্ত।

নুসরাত ফারিয়া

প্রথম সিনেমা ছিল যৌথ প্রযোজনার ‘আশিকী’। এক বছরের বেশি সময় ধরে তাকে নতুন কোনো ছবির চুক্তিপত্রে সই করতে সেভাবে শোনা যায়নি। এই বছরের শুরুতে হঠাৎ জানা যায়, তিনি ‘জ্বিন থ্রি’ নামের একটি ছবিতে কাজ করছেন। নুসরাত ফারিয়াকে সিনেমার নায়িকার পাশাপাশি গান গাইতেও দেখা গেছে। তার গাওয়া একাধিক গান আলোচনায় যেমন এসেছে, তেমনি গান গাইবার কারণে সমালোচিতও হয়েছেন। ফেসবুকে এই নায়িকা অনুসারীর সংখ্যা ৭১ লাখের বেশি। নুসরাত ফারিয়ার ছবির প্রযোজক ও পরিচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কোনো ছবিতে তিনি ১০ লাখ, কোনোটিতে ১২ লাখ আবার কোনোটিতে ১৫ লাখ টাকাও সম্মানী চেয়ে থাকেন।

বিদ্যা সিনহা মিম

প্রখম চলচ্চিত্র প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পরিচালনায় ‘আমার আছে জল’। চলচ্চিত্রের ক্ষেত্রে একটু বাছবিচার করেন এই নায়িকা। গল্প কিংবা আয়োজন পছন্দ হলে তবেই সিনেমায় অভিনয় করতে রাজি হন তিনি। ‘সাপলুডু’, ‘পরাণ’, ‘দামাল’, ‘ইত্তেফাক’, ‘অন্তর্জাল’সহ সাম্প্রতিক কালের কাজগুলোয় নায়িকা মিমের চেয়ে অভিনেত্রী মিমকে মেলে ধরতে চাইছেন মিম নিজেই। ফেসবুকে মিমের বর্তমান অনুসারীর সংখ্যা ৬৫ লাখের বেশি। মিম যেসব প্রযোজক-পরিচালকের সঙ্গে কাজ করেছেন, তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যমতে, ছবিপ্রতি ১৫ লাখ টাকা সম্মানী দাবি করেন মিম। তবে ক্ষেত্রবিশেষে তা ওঠানামাও করে।

জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনয়শিল্পী জয়া আহসান মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ দিয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। বাংলাদেশের সিনেমায় কাজ করার একপর্যায়ে ভারতের বাংলা ছবিতেও কাজ শুরু করেন, ‘আবর্ত’ দিয়ে যার শুরুটা হয়। ফেসবুকে জয়ার অনুসারীর সংখ্যা ৫৭ লাখ ছাড়িয়েছে। একাধিক সূত্রে জানা গেছে, অভিনয়জীবনের শুরুতে সিনেমায় তার পারিশ্রমিক ছিল ৬ থেকে ১০ লাখ টাকা। জনপ্রিয়তার সঙ্গে বাড়তে থাকে পারিশ্রমিকের অঙ্কও। প্রযোজক-পরিচালকরা জানিয়েছেন, দেশের সিনেমায় জয়া কখনও ১৫ আবার কখনও ২০ লাখ টাকা পান। ক্ষেত্রবিশেষে এই অঙ্ক কমবেশি হয়। পশ্চিমবঙ্গের সিনেমায় জয়ার পারিশ্রমিক কত, তা জানা যায়নি।

শবনম বুবলী

‘বসগিরি’ দিয়ে চলচ্চিত্রের শুরু, ইতোমধ্যে পার করেছেন আট বছর। এরই মধ্যে অভিনয় করেছেন দুই ডজনের মতো চলচ্চিত্রে। প্রথম ছবিতে বুবলী নায়ক হিসেবে পেয়েছেন শাকিব খানকে। পরপর কয়েকটি ছবিতে শাকিব খানের বিপরীতে নায়িকা হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন এই নায়িকা। কয়েক বছর ধরে বুবলী সমানতালে চলচ্চিত্রে কাজ করছেন। ওটিটিতেও তার একাধিক চলচ্চিত্র মুক্তি পেয়েছে। গেল ঈদে মুক্তি পেয়েছে ‘জংলি’। ফেসবুকে এই নায়িকার অনুসারীর সংখ্যা ৫১ লাখ ছাড়িয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ছবিপ্রতি বুবলী সম্মানী নিচ্ছেন ৬ থেকে ১০ লাখ টাকার মধ্যে।