সীতাকুণ্ডে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ড্রাম ট্রাককে ধাক্কা দিলে অন্তত পাঁচজন মারা গেছেন, তারা সবাই ছিলেন বাসের যাত্রী। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জন। তাদের মধ্যে ১২ জনকে গুরুতর অবস্থায় চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পন্থিছিলা বটতল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাকির রব্বানী বলেন, ‘ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।’
দুর্ঘটনা করলিত বাসের আহত যাত্রী রণি আমাদের সময়কে জানান, তিনি বারৈয়ারহাট থেকে সিডিএম পরিবহনের বাসটিতে উঠেছেন বিকাল সোয়া ৫টায়। সীতাকুণ্ডের বটতল নামক স্থানে আসার পর বাসটি একটি ড্রাম ট্রাকের পেছনে ধাক্কা দিলে মূহুর্তের মধ্যে দুমড়ে-মুচড়ে যায়। এতে বাসের যাত্রীরা রাস্তায় ছিটকে পড়েন।
তিনি আরও জানান, যাত্রীদের মধ্যে কারও হাত নেই, কারও পা নেই। বেশীরভাগ যাত্রীর মাথায় আঘাত লেগেছে। আহতদের মধ্যে নারী-শিশুও রয়েছেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার শুরু করে। পরে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি গাড়ি এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
সীতাকুণ্ড স্বাস্থ্য প্রকল্পের চিকিৎসক ডাক্তার সাজিদা জানান, প্রাথমিক চিকিৎসা দিয়ে ২০ জনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর। হাসপাতালে আসা একজনকে মৃত ঘোষণা করা হয়।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার মোহাম্মদ ইমরান বলেন, ‘এ পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ জনকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। তবে উন্নত চিকিৎসার জন্য ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।’
দুর্ঘটনায় নিহত ৫ জনের মধ্যে কামাল (৪০) ও শাহ আলম (৫০) এর নাম জানা গেলেও নিহত অন্য তিনজনের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি হাইওয়ে পুলিশ।
আমাদের সময়/এআই