রোমান্স ও প্রবাসী জীবনের গল্পে নাটক ‘শুধু তোমারই অপেক্ষায়’

বিনোদন ডেস্ক
১৬ নভেম্বর ২০২৫, ২০:২২
শেয়ার :
রোমান্স ও প্রবাসী জীবনের গল্পে নাটক ‘শুধু তোমারই অপেক্ষায়’
ছবি : সংগৃহীত।

রোমান্স, পারিবারিক টানাপোড়েন এবং প্রবাসী জীবনের অনুভূতিকে কেন্দ্র করে নতুন নাটক ‘শুধু তোমারই অপেক্ষায়’ দর্শকের সামনে আসতে যাচ্ছে। মুশফিক ফারহান ও সামিরা খান মাহিকে নিয়ে মিষ্টি রোমান্টিক-কমেডির ছোঁয়াতে নাটকটি নির্মাণ করেছেন বি ইউ শুভ।

নাটকটি নিয়ে বি ইউ শুভ বলেন, ‘এটি একটি সুন্দর ফ্যামিলির গল্প, যেখানে প্রবাসী বাঙালীদের জীবনকে বিশেষভাবে দেখানো হয়েছে। দর্শক রোমান্সের পাশাপাশি কমেডির স্বাদও পাবেন। শুটিংয়ে আমরা রেড ক্যামেরা ব্যবহার করেছি, যা সাধারণ নাটকে সচরাচর দেখা যায় না। টানা চারদিন শুটিং করে নির্মাণের মান আরও বাড়ানোর চেষ্টা করেছি। গল্প ও পরিকল্পনার প্রতিটি ধাপে অতিরিক্ত মনোযোগ দিয়েছি। আমি আশা করি, নাটকটি দেখলে দর্শক হতাশ হবেন না।’

সব মিলিয়ে রোমান্স, পরিবার ও প্রবাসী জীবনের অভিজ্ঞতা—তিনের মিশেলে সাজানো এই নতুন নাটকটি দর্শককে নতুন অভিজ্ঞতা দেবে বলেই প্রত্যাশা পরিচালকের।

২০১১ সালে অপূর্ব ও শখকে নিয়ে ‘চেনা চেনা লাগে’ নাটকের মাধ্যমে পরিচালক যাত্রা শুরু করেন।

আমাদের সময়/কেইউ