নভেম্বরের ১৫ দিনে রেমিট্যান্স এল ১৮ হাজার কোটি টাকা

অনলাইন ডেস্ক
১৬ নভেম্বর ২০২৫, ১৯:৫৮
শেয়ার :
নভেম্বরের ১৫ দিনে রেমিট্যান্স এল ১৮ হাজার কোটি টাকা

চলতি নভেম্বরের প্রথম ১৫ দিনে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৫২ কোটি ২৭ লাখ ২০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৮ হাজার ৫৭৮ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

রোববার (১৬ নভেম্বর) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

নভেম্বরের ১৫ দিনে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৪ কোটি ৯৯ লাখ ৬০ হাজার ডলার, কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৬ কোটি ৮৮ লাখ ৯০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০০ কোটি ডলার এবং দেশে ব্যবসারত বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৮ কোটি ৯০ লাখ ডলার।

১৫ দিনে প্রবাসী আয়ের প্রবাহ গত বছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৫২৩ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ে প্রবাসী আয়ের প্রবাহ ছিল ১ হাজার ২৩৭ মিলিয়ন ডলার।

তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ১৫ নভেম্বর পর্যন্ত প্রবাসীরা ১১ হাজার ৬৭২ মিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১০ হাজার ১৭৫ মিলিয়ন ডলার।

আমাদের সময়/জেএইচ