ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে পাঁচ দিনে ৫ জনের মৃত্যু
আমাদের সময় কোলাজ
ময়মনসিংহে গত পাঁচ দিনের ব্যবধানে ৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে চলতি বছরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত ১৮ জন রোগীর মৃত্যু হয়েছে।
মৃতদের মধ্যে ১৭ জন গত আড়াই মাসে মারা গেছেন। তাদের সবাই ৫০ থেকে ৬০ বছর বয়সী। ক্রমাগত রোগী মৃত্যুর ফলে অন্যান্য রোগী এবং স্থানীয় মানুষদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার (১৬ নভেম্বর) পর্যন্ত ৯০ জন রোগী ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি রয়েছে। ৪০ শয্যার ওয়ার্ডে অধিকাংশ রোগীই শয্যা না পেয়ে মেঝেতে অবস্থান করছেন। আক্রান্তদের মধ্যে ১ জন আইসিইউতেসহ ৬৩ জন পুরুষ, ২০ জন নারী এবং ৭ শিশু রয়েছে। ভর্তি হওয়া রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫২ জন ভর্তি হয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ বছর এখন পর্যন্ত দুই হাজার ১৮৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি হয়েছেন।
মৃতদের অধিকাংশই ডেঙ্গু ‘শক সিন্ড্রোম’ সমস্যায় মারা গেছেন। এ ছাড়া অনেক রোগীর হৃদরোগ, ফুসফুস জনিত সমস্যা, উচ্চ রক্তচাপজনিত সমস্যাও ছিল বলে জানান হাসপাতালের চিকিৎসকেরা।
ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন ডা. ফয়সাল রাহাত জানান, যেসব রোগীরা মারা গেছে, তাদের অধিকাংশই একদম শেষ মুহুর্তে এসে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তারা তাদের সাধ্যমত চিকিৎসা দিয়েছেন। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই।
আমাদের সময়/আরডি