যশোরের সাবেক এসপি প্রলয় কুমারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
যশোরের সাবেক পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
দুর্নীতির অভিযোগ থাকায় রোববার (১৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক শিহাবুল ইসলাম রোববার এ আদেশ দিয়েছেন।
দুদকের সহকারী পরিচালক এমরান হোসেন তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, প্রলয় কুমার জোয়ারদারের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালানে জড়িত থাকা এবং অবৈধ উপায়ে অর্জিত অর্থের মাধ্যমে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে দেশে ও দেশের বাইরে সম্পদ গড়ে তোলার মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধ সংগঠনের অভিযোগের অনুসন্ধান চলছে।
অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, প্রলয় কুমার জোয়ারদার গোপনে দেশত্যাগ করার প্রচেষ্টা চালাচ্ছেন। তিনি দেশত্যাগ করে বিদেশ পালিয়ে গেলে অভিযোগ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র/আলামত প্রাপ্তিতে ব্যাঘাত সৃষ্টি হবে। তাছাড়া সার্বিক অনুসন্ধানকাজে বিঘ্ন সৃষ্টিসহ রাষ্ট্র ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিতকরণ একান্ত আবশ্যক।
আমাদের সময়/জেএইচ