‘জিআইএফএফআই’ অ্যাওয়ার্ডে পুরস্কৃত মাহাদীর ‘দ্য নাইট ট্রেন’
ভারতে ৫ম বারের মতো আয়োজিত গ্লোবাল ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফ্যাস্টিভ্যাল অব ইন্ডিয়া (জিআইএফএফআই)-এ ‘দ্য নাইট ট্রেন’ শর্ট ফিল্মটি বেস্ট এক্সপেরিমেন্টাল শর্ট ফিল্মের ফরেন ক্যাটাগড়িতে পুরস্কার অর্জন করেছে। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় এ পুরস্কার দেওয়া হয়।
এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন মাহাদী হাসান শাওন। তিনি বর্তমানে উচ্চশিক্ষার জন্য ক্যালেফোর্নিয়াতে অবস্থান করছেন ।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
পুরস্কার প্রাপ্তীতে তিনি বলেন, “সত্যিই খবরটা আনন্দের। কখনও কখনও আবেগ নিজের সীমা ছাড়িয়ে যায়। আজ আমারও ঠিক তেমনই লাগছে। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ‘জিআইএফএফআই’কে এবং এই ফিল্মের সাথে জড়িত সব কলাকুশলীদের প্রতিও আন্তরিক ভালোবাসা।”
‘দ্য নাইট ট্রেন’ শর্ট ফিল্মটি গোল্ডেন গ্লোব ফাউন্ডেশন (পূর্ব নাম: হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন (এইচএফপিএ) ফেলোশিপের আওতায় এবং গাজী সাবুর প্রযোজনায় নির্মিত হয়েছে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
এই প্রকল্পের সর্বাত্মক সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য লস অ্যাঞ্জেলেস সিটি কলেজ সিনেমা ও টিভি ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্ট চেয়ার ড. ক্রিস্টাল ক্লেইনকে বিশেষ ধন্যবাদ জানান নির্মাতা মাহাদী।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’
আমাদের সময়/কেইউ