টঙ্গীতে পেট্রোলবোমাসহ ২ যুবক গ্রেপ্তার
গাজীপুরের টঙ্গীতে একটি পেট্রলবোমাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে টঙ্গী পশ্চিম থানাধীন স্টেশন রোডের মন্নু টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকেরা হলেন আ. রহিম (২৫) ও মো. মবিন (২১)।
পুলিশ জানায়, শনিবার গভীর রাতে টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মনোহর আলী সঙ্গীয় ফোর্স ঢাকা-ময়মনসিংহ মহসড়ক সংলগ্ন মন্নু টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী এম টি টায়ার সেন্টারের সামনে থেকে সন্দেহজনক দুইজনকে আটক করেন। পরে তাদেরকে তল্লাশি চালিয়ে একটি পেট্রোলবোমা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পেশায় টোকাই।
ঘটনার তথ্য নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মুহা. হারুন-অর-রশীদ জানান ,এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
আমাদের সময়/আরডি