শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর, তফসিল ঘোষণা সোমবার

শাবিপ্রবি প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২৫, ১৫:৪৮
শেয়ার :
শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর, তফসিল ঘোষণা সোমবার

আগামী ১৭ ডিসেম্বর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে রবিবার (১৬ নভেম্বর) নির্বাচনের তফসিল ঘোষণা করনে নির্বাচন কমিশন।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক ড.নজরুল ইসলাম।

তিনি বলেন, ‘আগামী ১৭ ডিসেম্বর শাকসু নির্বাচনের লক্ষ্যে আজ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।’

এর আগে শুক্রবার (১৪ নভেম্বর) শাকসু নির্বাচন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এক সংবাদ সম্মেলনে শাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।

আমাদের সময়/জেএইচ