সিলেটে হাসপাতালে ঢুকে অ্যাম্বুলেন্সে ও টার্মিনালে বাসে আগুন

সিলেট ব্যুরো
১৬ নভেম্বর ২০২৫, ১৫:৪৭
শেয়ার :
সিলেটে হাসপাতালে ঢুকে অ্যাম্বুলেন্সে ও টার্মিনালে বাসে আগুন

সিলেট নগরীতে বাস ও অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে এবং ভোররাত পৌনে ৪টার দিকে কুমারগাঁও বাস টার্মিনালে একটি বাসে আগুনের ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুটি মোটরসাইকেলে করে পাঁচজন তরুণ প্রথমে হাসপাতালের পার্কিংয়ে প্রবেশ করে। পরে তাদের দেওয়া আগুনে পুড়ে যায় হাসপাতালের পার্কিংয়ে রাখা অ্যাম্বুলেন্সটি। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে নেয়। ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার পর পুলিশ অভিযানে নেমেছে। দুর্বৃত্তদের পরিচয় শনাক্তের জন্য একাধিক টিম মাঠে কাজ করে যাচ্ছে।

এদিকে বাসে আগুনের ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শামসুদ্দিন হাসপাতালের আরএমও ডা. মিজানুর রহমান চৌধুরী জানান, হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুটি মোটরসাইকেলে করে পাঁচ যুবক হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে অ্যাম্বুলেন্সটি পুরোটাই পুড়ে যায়।

এ বিষয়ে মহানগর পুলিশের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আমাদের সময়/আরডি