আগামী নির্বাচনে বিএনপিকে অদৃশ্য প্রতিপক্ষের মোকাবিলা করতে হবে

কবিরহাট (নোয়াখালী) প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২৫, ১৪:১২
শেয়ার :
আগামী নির্বাচনে বিএনপিকে অদৃশ্য প্রতিপক্ষের মোকাবিলা করতে হবে

নোয়াখালীর কোম্পানিগঞ্জ কবিরহাট-৫ আসনের এমপি প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে অদৃশ্য ফ্যাসিবাদীদের মোকাবিলা করতে হবে।’ 

শনিবার বিকেলে কবিরহাট তার নির্বাচনের সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘এই আসনের কৃতি সন্তান ব্যারিস্টার মওদুদ আহমেদ পাঁচবার এমপি নির্বাচিত হয়েছেন। এই অঞ্চলের মানুষের হৃদয়ে মিশে আছে মওদুদ আহমেদ। এই কবিরহাট পৌরসভার স্থপতি ব্যারিস্টার মওদুদ আহমেদ ও তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমি আপনাদের সন্তান এই এলাকায় প্রার্থী হয়েছি।‘’ 

তিনি আরও বলেন, ‘বিগত১৫ বছর এই অঞ্চলে বিএনপির কোনো কথা বলার বাকস্বাধীনতা ছিল না। জেলজুলুম নির্যাতন ছিল বিএনপির নেতাকর্মীদের নিত্যসঙ্গী। ৫ ই আগস্ট এর পর আমাদের কথা বলার বাক স্বাধীনতা ফিরে পেয়েছি।’ 

বিএনপির এই নেতা বলেন, ‘এই আসনে অনেক যোগ্য প্রার্থী ছিলেন। তার মাঝে বিএনপি আমাকে প্রার্থী ঘোষণা করেছে। অন্যদের জন্য হয়তো আরো বড় কিছু অপেক্ষা করছে। আপনারা ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবেন। আমি আপনাদের কাছে ভোট ও দোয়া চাই।’ 

নোয়াখালী জেলা বিএনপির সদস্য কামরুলদা চৌধুরী লিটনের সভাপতিত্বে কবিরহাট পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজ রহমান মনজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবা আলমগীর আলো ও জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ, যুগ্ম সদস্য সচিব এড এবিএম জাকারিয়া উপস্থিত ছিলেন। 

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সৌরভ হোসেন কামাল, পৌর বিএনপির সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন, জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল, নাজমুল হুদা ফরহাদ ও নুর উল্যা সাহাব উদ্দিন। 

আমাদের সময়/আরআর