ফের ডিআরইউর সেরা রিপোর্টারের পুরস্কার পেলেন আমাদের সময়ের জিয়াদুল

নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর ২০২৫, ১৩:২৯
শেয়ার :
ফের ডিআরইউর সেরা রিপোর্টারের পুরস্কার পেলেন আমাদের সময়ের জিয়াদুল

পুরষ্কার গ্রহণ করছেন দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার জিয়াদুল ইসলাম। ছবি: সংগৃহীত

পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২০২৫ সালের সেরা রিপোর্টারের পুরস্কার পেয়েছেন দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার জিয়াদুল ইসলাম। 'নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫' শিরোনামে এই পুরস্কার পান তিনি। 

রোববার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগদের ব্যবস্থাপনা পর্ষদের চেয়ারম্যান কায়জার আহমেদ চৌধুরী। 

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। 

এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদপত্র, অনলাইন পোর্টাল, টেলিভিশন ও রেডিও থেকে মোট ২৭ জন রিপোর্টার এ পুরস্কার পেয়েছেন। 

জিয়াদুল ইসলাম আর্থিক খাত (ব্যাংক, বীমা, পুঁজিবাজার) ক্যাটাগরিতে ‘ইসলামী ব্যাংক দখলে এস আলমের কাণ্ড: ব্যাংকের ঋণ নিয়ে ব্যাংক দখল’ শীর্ষক অনুসন্ধানি প্রতিবেদনের জন্য এই পুরস্কার পান। 

এর আগে জিয়াদুল ইসলাম ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০১৯ ও নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২১ পেয়েছিলেন। এছাড়া দুর্নীতিবিরোধী সাংবাদিকতার জন্য দুদক মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১ অর্জন করেন তিনি। 

ডিআরইউ ও দুদকের পুরস্কার ছাড়াও ইআরএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৩, বিসিসিসিআই-ইআরএফ জার্নালিজম অ্যাওয়ার্ড-২০২৩, ইআরএফ-প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৪ এবং এসএমই ফাউন্ডেশন-ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫ পেয়েছেন জিয়াদুল ইসলাম।

আমাদের সময়/আরআর