ফের ডিআরইউর সেরা রিপোর্টারের পুরস্কার পেলেন আমাদের সময়ের জিয়াদুল
পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২০২৫ সালের সেরা রিপোর্টারের পুরস্কার পেয়েছেন দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার জিয়াদুল ইসলাম। 'নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫' শিরোনামে এই পুরস্কার পান তিনি।
রোববার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগদের ব্যবস্থাপনা পর্ষদের চেয়ারম্যান কায়জার আহমেদ চৌধুরী।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদপত্র, অনলাইন পোর্টাল, টেলিভিশন ও রেডিও থেকে মোট ২৭ জন রিপোর্টার এ পুরস্কার পেয়েছেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
জিয়াদুল ইসলাম আর্থিক খাত (ব্যাংক, বীমা, পুঁজিবাজার) ক্যাটাগরিতে ‘ইসলামী ব্যাংক দখলে এস আলমের কাণ্ড: ব্যাংকের ঋণ নিয়ে ব্যাংক দখল’ শীর্ষক অনুসন্ধানি প্রতিবেদনের জন্য এই পুরস্কার পান।
এর আগে জিয়াদুল ইসলাম ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০১৯ ও নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২১ পেয়েছিলেন। এছাড়া দুর্নীতিবিরোধী সাংবাদিকতার জন্য দুদক মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১ অর্জন করেন তিনি।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
ডিআরইউ ও দুদকের পুরস্কার ছাড়াও ইআরএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৩, বিসিসিসিআই-ইআরএফ জার্নালিজম অ্যাওয়ার্ড-২০২৩, ইআরএফ-প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৪ এবং এসএমই ফাউন্ডেশন-ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫ পেয়েছেন জিয়াদুল ইসলাম।
আমাদের সময়/আরআর