শ্রীপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধ
১৬ নভেম্বর ২০২৫, ১৩:০৬
শেয়ার :
শ্রীপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

গাজীপুর জেলার শ্রীপুরের মাওনা ইউনিয়নের বারতোপা বাজারে গ্রামীণ ব্যাংকের মাওনা-শ্রীপুর শাখায় আগুন দিয়েছে দূর্বৃত্তরা। 

শনিবার (১৫ নভেম্বর) রাত সোয়া ২টার দিকে ব্যাংকে দু’টি পেট্টোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। 

এতে ওই শাখার সাইনবোর্ডটি পুড়ে গেলেও অন্য কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার মো. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, ‘প্রতিদিনের মতো কাজ সেরে ব্যাংকের ভেতরেই ঘুমাচ্ছিলাম আমরা ৪ জন কর্মকর্তা। রাত সোয়া ২টার দিকে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জেগে আতঙ্কিত হয়ে উঠি। আমাদের ডাক-চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। আমরা ব্যাংকের ভেতরের পেছনের গেট দিয়ে বের হয়ে যাই।’ 

তিনি আরও বলেন, ‘এসময় মূল ফটকে আগুন দেখতে পাই। পেট্রোল বোমা নিক্ষেপের এই ঘটনায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। প্রতিষ্ঠানের সাইনবোর্ডটি ক্ষতিগ্রস্থ হলেও অন্য কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।’

এই ঘটনায় উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ব্যাংকের এই কর্মকর্তা।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘পুলিশের টহল জোরদার থাকায় হামলাকারীরা বড় ধরনের কোনো নাশকতা ঘটাতে পারেনি। ঘটনাস্থল থেকে বোতল উদ্ধার করা হয়েছে। হামলাকারীদের সনাক্তের কাজ চলছে।’

আমাদের সময়/আরআর