শাকিবের বিপরীতে ফারিণ

বিনোদন ডেস্ক
১৬ নভেম্বর ২০২৫, ১৩:০২
শেয়ার :
শাকিবের বিপরীতে ফারিণ

গেল কয়েকমাস ধরেই আলোচনায় সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’। তবে এ সিনেমায় নায়িকা কে- তা নিয়ে নানা সময়ে নানা গুঞ্জন উঠেছে। অবশেষে আনুষ্ঠানিকভাবে ঘোষিত হলো নায়িকার নাম। ‘প্রিন্স’-এ শাকিবের সঙ্গে জুটি বাঁধছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রযোজনা সংস্থা ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস দুটি ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে।

এক ছবিতে দেখা যায়, প্রযোজক শিরিন সুলতানার সঙ্গে দাঁড়িয়ে আছেন ফারিণ, অন্য ছবিতে তিনি চুক্তিপত্রে সই করছেন। আর ক্যাপশনে জানানো হয়, তাসনিয়া ফারিণ প্রিন্স সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। এর মাধ্যমে শুরু হচ্ছে তার নতুন যাত্রা।

এর আগে, বিভিন্ন সূত্রে জানা গিয়েছিল যে ফারিণের সঙ্গে সিনেমাটি নিয়ে কথাবার্তা চলছে। এবার এল আনুষ্ঠানিক ঘোষণা। অন্যদিকে, শোনা যাচ্ছে এ সিনেমায় টালিউড অভিনেত্রী ইধিকা পাল আর থাকছেন না।

‘প্রিন্স’ পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। শিরিন সুলতানার প্রযোজনায় এবং ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমার গল্পটি অ্যাকশন ধাঁচের। সব ঠিক থাকলে, আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। আর আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে।

আমাদের সময়/ এসএ